Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে পাকিস্তান। তবে এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ, তারা বলছে—যুদ্ধবিরতি বাস্তবায়নে তারা “পূর্ণ আন্তরিকতা ও প্রতিশ্রুতি” বজায় রাখছে।
রোববার (১১ মে) এই পরিস্থিতি ঘিরে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
উভয় দেশের পাল্টাপাল্টি অভিযোগে যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
পাকিস্তান সরকার রোববার ভোরে দেওয়া এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির প্রতি তারা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং বাস্তবায়নে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে, পাকিস্তানও পাল্টা অভিযোগ তোলে যে ভারতও অস্ত্রবিরতির নিয়ম লঙ্ঘন করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “আমাদের সেনাবাহিনী দায়িত্বশীলতা ও সংযম বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করছে। যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে প্রাসঙ্গিক পর্যায়ে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন, যাতে করে যেকোনো জটিলতা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়।”
এদিকে, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক সীমান্ত জুড়ে। ভারত অভিযোগ করে, পাকিস্তান প্রথমে গোলাগুলি শুরু করে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন।
জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কড়া ভাষায় এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, “যুদ্ধবিরতির অল্প সময় পরেই পাকিস্তান আবার গোলাগুলিতে লিপ্ত হয়েছে, যা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। এর সম্পূর্ণ দায় পাকিস্তানের।”
উভয় দেশের পাল্টাপাল্টি অভিযোগে যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।