আজ শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের স্বাধীনতা এনেছে আ.লীগ : কাদের সিদ্দিকী

editor
প্রকাশিত মে ১১, ২০২৫, ০১:০৩ অপরাহ্ণ
বাংলাদেশের স্বাধীনতা এনেছে আ.লীগ : কাদের সিদ্দিকী

Sharing is caring!

Manual2 Ad Code

কালিহাতী (টাংগাইল) প্রতিনিধি:

Manual1 Ad Code

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ শেখ হাসিনার দল, মওলানা ভাসানীর তৈরি করা ও বঙ্গবন্ধুর লালন-পালন করা দল। এই দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে। আওয়ামী লীগ কচু পাতার পানি না। দলকে নিষিদ্ধ করার রায় দেওয়ার মালিক জনগণ।

Manual3 Ad Code

রোববার (১১ মে) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

কাদের সিদ্দিকী বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় ও ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের ধারায় বিচারে দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা বীর প্রতীক আব্দুল্লাহ, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এসএম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সাবল,সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর প্রমুখ।

Manual1 Ad Code
Manual4 Ad Code