Sharing is caring!

প্রবাসী প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউল গ্রামের ঐতিহ্যবাহি রফিশুক্কুর তাল্লুক পরিবারের সন্তান, বৃটেন কমিউনিটি নেতা ও রাজনৈতিক বাক্তিত্ব, রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর প্রেসিডেন্ট, বিয়ানিবাজার কান্সার হাসপাতালের ফাউন্ডার ট্রাষ্টি, নাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার ও সম্ভাব্য বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন ও মিসেস সুফিয়া উদ্দিন দম্পত্তির ছোট ছেলে প্রথম বৃটিশ বাংলাদেশী ডাক্তার ওমর শাফি পিএইচডি অর্জন করেছেন।
প্রফেসর ক্যাথি আরমারের তত্ত্বাবধানে ডাক্তার ওমর শাফি এ ডক্টর এ্যাট বায়োক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় অপরাহ্নে লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে আনুষ্ঠানিকভাবে মা বাবা ও ভাইবোনের উপস্থিতিতে ডাক্তার ওমর শাফি তার উচ্চতর ডিগ্রি লাভ করায় এ সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে ডিগ্রি অর্জনকারীদের উদ্দেশ্যে হেড অব ফেকাল্টি তার বক্তব্যে বলেন, এখন অপেক্ষার পালা শেষ। এ পৃথিবীতে এখন আর অপেক্ষাকৃত সময় পেরিয়ে এসে। এখন শুধু অনুভুতিটুকু গ্রহণের সময় ও সমাজে আরো অবদান রাখার সময়। তাই আমরা তোমাদের বিশেষ সম্ভাষণ জানাই।
ডাক্তার ওমর শাফির ডক্টর এ্যাট ডিগ্রি অর্জন করায় মা বাবা ভাইবোন আত্মীয় স্বজনরা সহ দেউল গ্রামবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। পিতা মোহাম্মদ অহিদ উদ্দিন ও মাতা মিসেস সুফিয়া উদ্দিন আনন্দে উচ্চসিত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
মোহাম্মদ অহিদ উদ্দিন আবগে আপ্লুত হয়ে খুশীতে কান্নাজড়িত কন্ঠে বিভিন্ন সাক্ষাতকারে বলেন, আমি অনেক খুশী ও আমি গর্বের সাথে বলতে চাই আমাদের দেউলগ্রামের একজন প্রথম বৃটিশ বাংলাদেশী ডাক্তার ও পাশাপাশি পিএইচডি ডিগ্রি অর্জন করেছে আমার ছোট ছেলে। তাই আমি বাবা হিসেবে ও আমার সহধর্মিণী মিসেস সুফিয়া খানম উদ্দিন মা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। তারা ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।