আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন

editor
প্রকাশিত জুন ২১, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন

পুতিন

Sharing is caring!


Manual4 Ad Code
আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তার মতে, এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শুক্রবার (২০ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (এসপিআইইএফ) মূল অধিবেশনে ভাষণকালে তিনি বলেন, “বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা তৈরি হয়েছে।
আমরা বৈশ্বিক যুদ্ধের সম্ভাবনায় গভীরভাবে উদ্বিগ্ন। প্রতিটি সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।”
পুতিন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের কড়া সমালোচনা করে বলেন, “এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে উপেক্ষা করে চলেছে। এটি মূলত পশ্চিমাদের উপনিবেশবাদী মানসিকতার আধুনিক রূপ।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে, ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় কর্মরত রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।
মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, “ইসরায়েল যদি সত্যিই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার কথা ভাবছে, তবে আমি আশা করি—এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে।”
এর আগে রুশ প্রেসসচিব দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেন, “ইরানে সরকার পরিবর্তনের চিন্তা শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং এটি দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটাতে পারে।”
তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিচ্ছে, তারা যেন মনে রাখে—এর মধ্য দিয়ে তারা এক ভয়ংকর প্যান্ডোরার বাক্স খুলে দিতে পারে।” সূত্র: ডেইলি সাবাহ
Manual1 Ad Code
Manual5 Ad Code