আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় আহত ইরানি শীর্ষ কমান্ডার শাদমানির মারা গেছেন

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ০১:৫৬ অপরাহ্ণ
ইসরায়েলি হামলায় আহত ইরানি শীর্ষ কমান্ডার শাদমানির মারা গেছেন

Oplus_16908288

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্কঃ
ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানে আহত দেশটির সবচেয়ে ঊর্ধ্বতন সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি শাদমানি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (২৫ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস শাদমানির মৃত্যুতে ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছে। শামদানি ইরানের যুদ্ধকালীন চিফ অব স্টাফ এবং রেভল্যুশনারি গার্ডস কমান্ড সেন্টারের প্রধান ছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গত ১৭ জুন শাদমানিকে হত্যা করেছে বলে দাবি করেছিল। তবে ইরানের পক্ষ থেকে তখন শামদানির মৃত্যু নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
সর্বশেষ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানাল।
ইসরায়েলের হামলায় ইরানের খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হওয়ার পর আলি শামদানিকে এই পদে নিয়োগ করা হয়েছিল।
খাতাম আল–আনবিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের নির্মাণ ও প্রকৌশল শাখা। এর অধীনে রেভল্যুশনারি গার্ড এবং নিয়মিত ইরানি সেনাবাহিনী উভয়ই যৌথভাবে সামরিক অভিযান পরিকল্পনা করে থাকে।
খাতাম আল–আনবিয়া সদরদপ্তরের দায়িত্ব নেওয়ার মাত্র চারদিনের মাথায় ইসরায়েল বিমান হামলায় শামদানিকে হত্যার দাবি করে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর ভাষ্যমতে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শাদমানি।