আজ বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪

editor
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪

Oplus_16908288

Sharing is caring!

Manual2 Ad Code
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সময় আকাশে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি ও আট বছরের এক শিশু রয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।
এ ঘটনায় করাচিজুড়ে অন্তত ৬৪ জন আহত হয়েছেন। আহতদের বেশির ভাগই পথচারী ও এলাকাবাসী।
শহরের আজিজাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়। অন্যদিকে কোরাঙ্গি এলাকায় স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন ও উত্তর নাজিমাবাদসহ একাধিক এলাকা থেকে গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে।
ঘটনার পর মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ বিভিন্ন এলাকা থেকে ২০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এই ঘটনায় একাধিক মামলা হয়েছে।
আজ পাকিস্তান তাদের ৭৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে। দিবসটি ঘিরে এভাবে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে কর্তৃপক্ষ ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি নাগরিকদের নিরাপদ উপায়ে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হতাহতের ঘটনায় তদন্ত চলছে। ফাঁকা গুলি ছোড়ায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর একইভাবে স্বাধীনতা দিবস উদ্‌যাপনকালে করাচিতে অন্তত ৯৫ জন আহত হয়েছিলেন। এর আগের বছর আহতের সংখ্যা ছিল ৮০ জন।
Manual1 Ad Code
Manual3 Ad Code