আজ মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
নেপালে সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের

Oplus_16908288

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্কঃ
তীব্র বিক্ষোভ ও অগ্নিসংযোগে নেপালের রাজধানী কাঠমান্ডু ও আশপাশের এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের নিজ নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে।
কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ভৈসেপাটি এলাকায় মন্ত্রীদের বাড়ি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হলে এ পদক্ষেপ নেয়া হয়। ইতোমধ্যে এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিবাদকারীরা।
একাধিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় সংসদ ভবনে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সেনা ব্যারাকগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
এদিকে, চলমান অস্থির পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।