Sharing is caring!

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি: আইএসপিআর
চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু হয়েছে। ১৪ সেপ্টেম্বর এই মহড়া শুরু হয়। গতকাল মঙ্গলবার যৌথ মহড়া পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা ও পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর বিমানবাহিনীর সাত দিনব্যাপী যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে।
মহড়ায় দুই দেশের মোট ২৪২ সদস্য অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ জন এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই যৌথ অনুশীলন চলবে।
ট্রেসি অ্যান জ্যাকবসন মহড়ায় অংশগ্রহণকারী এসএমইই (সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ একচেঞ্জ) কার্যক্রমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন বলে জানায় আইএসপিআর। বিশেষ করে সার্চ অ্যান্ড রেসকিউ মেরিটাইম অ্যান্ড ফ্লাড অপারেশন এবং ক্রু রেসকিউ ম্যানেজমেন্ট বিষয়ক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের পেশাদারি ও আন্তঃসহযোগিতার প্রশংসা করেন।
উল্লেখ্য, উক্ত মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান রয়েছে।
তথ্য সুএঃ ইনডিপেনডেন্ট