আজ বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার গণজমায়েত করবে সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ণ
সোমবার গণজমায়েত করবে সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ

Sharing is caring!

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের বাদাম তলায় সোমবার (১৬ জুন) গণজমায়েত ডেকেছে সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এসময় স্বরাষ্ট্র, সমাজকল্যাণ ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে সংগঠনটি।

Manual7 Ad Code

বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ নেতা বাদিউল কবির রবিবার (১৫ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গণজমায়েতের পর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে গত ২৪ মে থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়। এরপর ২৫ মে অধ্যাদেশ জারি করা হয়। এরপর থেকে চলমান আন্দোলন স্থগিত করে ১০ দিনের জন্য ঈদের ছুটিতে যায় সরকারি কর্মচারীরা।

Manual7 Ad Code

এদিকে ছুটি শেষে রবিবার (১৫ জুন) শুরুর দিনেই গণজমায়েতের ডাক দিয়েছেন কর্মকর্তা-কর্মচারী।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code