আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুদিনের মধ্যে প্রাথমিক ঐকমত্যের খসড়া পৌঁছে দেওয়া হবে: আলী রীয়াজ

editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ণ
দুদিনের মধ্যে প্রাথমিক ঐকমত্যের খসড়া পৌঁছে দেওয়া হবে: আলী রীয়াজ

Oplus_16908288

Sharing is caring!

Manual3 Ad Code
ডেস্ক রিপোর্টঃ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ইতোমধ্যে জুলাই সনদের খসড়া রাজনীতিবিদদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে ঐক্যমতের খসড়া আজ বা কাল পৌঁছে দেওয়া হবে।মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হবে, সেগুলোর চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।
তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর ২০টি মৌলিক সংস্কারের প্রস্তাবনার মধ্যে ইতোমধ্যে ১২টির বিষয়ে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত তৈরি হয়েছে। বাকি কয়েকটি বিষয়ে আংশিক একমত হওয়া গেছে।
দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে আগামীকাল (৩০ জুলাই) দুপুরের মধ্যে এসব বিষয়ে অংশগ্রহণকারী দলগুলোকে চূড়ান্ত মতামত দিতে হবে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপ সমাপ্ত করতে চায় কমিশন-জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে আমরা যেভাবে হোক সনদের চূড়ান্ত রূপ অন্তত পক্ষে, যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো স্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কয়েকটি দলের নতুন প্রস্তাবের বিষয়ে আলী রীয়াজ বলেন, সেগুলো সমন্বিত করে একটি প্রস্তাব আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি। কারণ, প্রত্যেকটি দলের নিজস্ব বক্তব্য থাকবে, সেটি বিবেচনায় প্রস্তাবগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছি।
এদিকে বৈঠকে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
Manual1 Ad Code
Manual8 Ad Code