আজ বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন শুল্ক মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করবে  চীন

editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ণ
মার্কিন শুল্ক মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করবে  চীন

Oplus_16908288

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্কের’ ক্ষতিকর প্রতিক্রিয়া মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকায় বাংলাদেশের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ইয়াও ওয়েন বলেন, ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে তা দেশটির আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ বলে মনে করে চীন। এই শুল্ক অযৌক্তিক, অন্যায্য ও অন্যায়। আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রাষ্ট্রদূত আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ব্যবস্থার আওতায় বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন।
একইসঙ্গে বাংলাদেশের রপ্তানি বাজারের সম্প্রসারণ ও রপ্তানি-দক্ষতা বাড়ানোর ওপরও জোর দেন রাষ্ট্রদূত।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর বর্তমানে প্রযোজ্য ১৫ শতাংশ শুল্কের অতিরিক্ত ৩৫ শতাংশ ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে।
দেশটি বলেছে, আগামী ১ আগস্ট থেকে অতিরিক্ত শুল্ক কার্যকর করবে। উভয়পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে।