আজ শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাকসুর ভোট গণনা স্থগিত, জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫, ০১:৪৫ অপরাহ্ণ
জাকসুর ভোট গণনা স্থগিত, জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায়।
কিন্তু আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর)  ফলাফল প্রকাশিত হয়নি। ভোট গ্রহণ শেষ হওয়ার ২৫ ঘণ্টা পর আজ হঠাৎ ভোট গণনা বন্ধ রাখা হয়েছে।
জানা যায়, ভোট গণনা বন্ধ রেখে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উভয় পক্ষই আলোচনায় যুক্ত হয়েছেন। সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। ভোটগ্রহণ শেষ হলেও বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০ থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।