আজ মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘আন্দোলনে নিহতরা ‘জুলাই শহিদ’ নামে স্বীকৃতি পাবেন’

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৪:১৬ অপরাহ্ণ
‘আন্দোলনে নিহতরা ‘জুলাই শহিদ’ নামে স্বীকৃতি পাবেন’

Sharing is caring!

টাইমস নিউজ

ছাত্র-জনতার আন্দোলনে নিহতরা ‘জুলাই শহিদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ উপদেষ্টা জানান, ‘জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তারা জুলাই শহিদ নামে খ্যাত হবেন। এই নিরিখে সনদ ও পরিচয়পত্র পাবে নিহতদের পরিবার।’

আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। উপদেষ্টা বলেন, ‘যারা আহত হয়েছেন, তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন। এই নিরিখে তারা পরিচয়পত্র পাবেন এবং অন্যান্য সরকারি সুবিধাদি পাবেন। আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। তারপর তারা ভাতাও পাবেন।’

উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, নির্বাচিত সরকার আসবে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে। তারা নিশ্চয় এই অধিদপ্তরের কার্যক্রম চালিয়ে যাবেন।