আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে প্রাইভেটকার গাছের সাথে ধাক্কায় ১ জনের মৃত্যু

editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে প্রাইভেটকার গাছের সাথে ধাক্কায় ১ জনের মৃত্যু

Sharing is caring!

Manual2 Ad Code
তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দিলীপ কুমার পাল (৭৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৭শে আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে চলন্ত মোটরসাইকে বাঁচাতে গিয়ে দিলীপ পালকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে থাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে দিলীপ পালকে গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত দিলীপ পাল শ্রীমঙ্গলের বিশিষ্ট চিকিৎসক রাজীব পালের পিতা।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শারমীন আক্তার জানান, দিলীপ পালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
Manual1 Ad Code
Manual4 Ad Code