আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনগরে প্রবাসী স্বপ্ন ধুলিসাৎ : প্রতারক গ্রেফতারী পরোয়ানা দিয়ে বিদেশ ফাঁড়ি দেওয়ার চেষ্টা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ণ
রাজনগরে প্রবাসী স্বপ্ন ধুলিসাৎ : প্রতারক গ্রেফতারী পরোয়ানা দিয়ে বিদেশ ফাঁড়ি দেওয়ার চেষ্টা

Sharing is caring!

Manual8 Ad Code

মো: জাফর ইকবাল:

Manual6 Ad Code

বিদেশের ওয়ার্ক পারমিট ভিসা লাগানোর নাম করে ২ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেছে মৌলভীবাজারের রাজনগরে ইমন আহম্মদ লাড্ডু (৩৯) নামে এক ব্যক্তি।

এব্যাপারে ভোক্তভুগী ১নং ফতেহপুর ইউ,পি আব্দুল্লাহপুর গ্রামের মোঃ ফখরুল মিয়া (৪২) বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমল আদালতে ইমন আহম্মদ লাড্ডু (৩৯), স্ত্রী রাবিয়া বেগম (৩৫), মা মিনারা বেগম (৬৫) তিন জনের উপর প্রতারনার মামলা করেন।

Manual7 Ad Code

সি.আর মামলা নং-১০৪/২০২৩ ইং (রাজঃ)। মামলাটি পিবিআই পুলিশের তদন্ত শেষে তদন্ত রিপোর্ট দাখিল হলে গ্রেফতারী পরোয়ানা নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামী বিদেশে পাড়ি জমানোর চেষ্টায় করছে বলে অভিযোগ উঠেছে।

মামলা সুত্রে জানাযায়, মোঃ ফখরুল মিয়া ২০১৮ ইং সনের মে মাসে জীবিকার তাগিদে ভ্রমন ভিসায় মধ্যপ্রাচ্যের দুবাই যান। সেখানে যাওয়ার পর ওয়ার্ক পারমিটের ভিসার কোন ব্যবস্থা করতে না পারায় অবৈধ ভাবে আত্মগোপনে টুকটাক কাজ কর্ম করে চার বৎসর সেখানে অবস্থান করেন। এই সময় দুবাই সরকার রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করেন দুবাই রাষ্ট্রে অবৈধ ভাবে অবস্থায় বসবাসকারী ইনভেষ্টার ভিসার মাধ্যমে সেখানে বৈধ ভাবে চলাফেরা সহ কাজ কর্ম করতে পারবে। ঐ সুযোগে তিনি ইনভেষ্টার ভিসা লাগানোর দেশের এক আত্মীয় রাসেল মিয়া সাথে যোগাযোগ করেন। যিনি ইমন আহম্মদ লাড্ডু পাশের বাড়ীর বাসিন্দা। তার মাধ্যমে জানিতে পারেন ইমন আহম্মদ লাড্ডু United Arab Emirates এ Alom Super Market. Rom No-779, Post Code-20044, Sanaiya Abudabi ঠিকানায় অবস্থান করছেন।
United Arab Emirates এ তাহার ID No. 78419831052494-1।

তাহার এ ধরনের ভিসা প্রসেস করে বাহির করার অভিজ্ঞতা রয়েছে। তখন তিনি ইমন আহম্মদ লাড্ডু সাথে যোগাযোগ করলে বিসার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা দাবী করেন। দেশে থাকা তার স্ত্রী রাবিয়া বেগম (৩৫), মা মিনারা বেগম (৬৫) এর নিকট ২ লাখ ৭৫ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেন।

Manual2 Ad Code

পরবর্তীতে ইমন আহম্মদ লাড্ডু বিসার ব্যবস্থা না করে ঠিকানা পাল্টিয়ে ফেলেন। মোঃ ফখরুল মিয়া ভিসা না থাকায় দুবাই পুলিশ গ্রেফতার করে Out Pass টিকিট দিয়ে বিগত ১৮/০১/২০২৩ ইং তারিখে দেশে পাঠিয়ে দেয়। এসে তার পরিবারের নিকট টাকা চাইলে প্রথম দিকে ফেরৎ দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে ইমন আহম্মদ লাড্ডু দেশে আসেন।

Manual2 Ad Code

বর্তমানে তার পরিবার ও তিনি টাকার কথা অস্বীকার করছেন। এমনকি ইমন আহম্মদ লাড্ডুর উপর মামলার গ্রেফতারী পরোয়ানা থাকার পরও বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

Manual1 Ad Code
Manual4 Ad Code