আজ শুক্রবার, ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শেভরনের পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় পিতা পুত্রের মৃত্যু 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ
শেভরনের পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় পিতা পুত্রের মৃত্যু 

Sharing is caring!

Manual2 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একই পরিবারের বাবা ও ছেলে। শনিবার (২৭শে সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকার জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে মারা যান বশির মিয়া (৫৪)। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে মারা যান তার ছেলে রেজোয়ান মিয়া (২১)।
স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বশির ও তার ছেলে রেজোয়ান শেষ পর্যন্ত প্রাণ হারালেন। বর্তমানে বশিরের স্ত্রী ফারজানা আক্তার পারভীন (৩৬) আইসি ইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
গত ২৩শে সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন ইলাম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। দুর্বৃত্তরা পাইপলাইন ছিদ্র করে তেল বের করার চেষ্টা করলে তেল ছড়িয়ে পড়ে। পরে পানির ওপর ভাসমান তেল থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন।
শেভরন বাংলাদেশের মিডিয়া ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান জানান, দুর্বৃত্তরা পাইপলাইন ছিদ্র করার কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তবে দু’জনের মৃত্যুর ঘটনায় শেভরন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
স্থানীয়রা বলছেন, অসচ্ছল পরিবারটি এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তারা শেভরন ও প্রশাসনের কাছে ক্ষতিপূরণ ও সহায়তা দাবি করেছেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসনও নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
Manual1 Ad Code
Manual4 Ad Code