আজ বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব- পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৩:০৩ অপরাহ্ণ
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব- পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম

Sharing is caring!

Manual1 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, শিশুদের চিত্ত বিনোদনের জন্য যেমনি খেলাধুলা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক বিকাশের জন্য সহায়ক। তিনি বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। সত্যিকার অর্থে ভালো মানুষ হতে হলে সুশিক্ষা অপরিহার্য। সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম সেবা এসব কথা বলেন।
পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও জাকির আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ বশির আহমদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত তোফায়েল আহমদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহমদ মাইনুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ মনজুরুল আলম, উপ-পুলিশ কমিশনার মোঃ রিয়াজুল করিব, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সজীব খান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) বিএম আশরাফ উল্যাহ তাহের, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, অভিভাবক সদস্য আহমদ কবির রিপন, রুমানা বাহার চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী প্রমুখ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Manual1 Ad Code
Manual2 Ad Code