আজ শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুমন

editor
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ণ
শিশুমন

Sharing is caring!

Manual8 Ad Code

স্মৃতি রানী দে,

 

Manual6 Ad Code

মাঠ পুড়ছে, ঘাট পুড়ছে, পুড়ছে চায়ের গাছ তীব্র তাপে উঠছে ভেসে খালের মরা মাছ!
কী নিদারুণ তাপপ্রবাহ, আগুন যেন গায় প্রখর রোদে ভোগছে সবাই প্রাণটা যেন যায়।
পুড়ছে নগর, শহরতলী এতো গরম কেন গরম তো নয় শরীরে কেউ আগুন দিল যেন!
খোকা, খুকি, বৃদ্ধ-জোয়ান ভোগছে সকল জন ভাবছে না কেউ এতো কেন রোদের জ্বালাতন।
বৃক্ষনিধন করছে সবাই, কাটছে সকল বন তাই দেখে ভাই রেগে আগুন সূর্যি মামার মন।

 

Manual5 Ad Code

স্মৃতি রানী দে,প্রধান শিক্ষক কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Manual1 Ad Code
Manual7 Ad Code