আজ শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

“মন ঘুঙুর “

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ০১:০১ অপরাহ্ণ
“মন ঘুঙুর “

Sharing is caring!

 গোলাম কবির
 আকাশে জমে থাকা বিষণ্ণ মেঘের ভেলায়
 ভেসে যেতে চাই তোমার কাছে।
 মধ্যদুপুরে একটানা ঘুঘু ডাকার মতো
 মন কেমন করা হৃদয়ে তোমাকে খুঁজে ফিরি
 কিন্তু কোথায় তুমি? হৃদয়ের চৌদিকে তাই
 গাঢ় অন্ধকার জেঁকে বসে আছে!
 ছাতিম ফুলের গন্ধে মাতাল জ্যোৎস্নায়
 মন উড়ে যায় সেই সরু একলা নদীটার পাড়ে
 প্রায় ঢলে পড়া পুরনো বটগাছটার নিচে
 বসে পার করা অখন্ড অলস সময়গুলো
 খুঁজে পেতে তোমার সাথে।
 দিন গড়িয়ে সন্ধ্যা হলে
 মনখারাপের একলা রাতে সংগোপনে
 স্মৃতিগুলো বুকের ভিতর তোলপাড় করে
 ঢেউ তোলে আর পাড় ভাঙে, দুঃখ নদীর
 ভেলায় চড়ে আসি ফিরে একলা ঘরে।