আজ বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়লো বিশেষ জুলাই ট্রেন

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ণ
কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা পর ছাড়লো বিশেষ জুলাই ট্রেন

Oplus_16908288

Sharing is caring!

সিনিয়র প্রতিবেদক:
প্রায় এক ঘণ্টা বিলম্বের পর রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী ‘জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেন’ যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ট্রেনটির কোচগুলো যাত্রা উপযোগী নয় বলে অভিযোগ করে বিশেষ ট্রেনে চড়তে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীসহ যাত্রীরা।
 তারা বরাদ্দকৃত ট্রেন পছন্দ না হওয়ায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেন।
আন্দোলনকারীরা জানান, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন ছাড়ার কথা থাকলেও বরাদ্দকৃত ট্রেনটি তাদের জন্য সঠিক বা দ্রুত যাত্রার উপযোগী ছিল না বলে তারা রেললাইনে অবস্থান নেন এবং ভালো ট্রেন ও বগির দাবি জানান।
 দাবির প্রেক্ষিতে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেয়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে আন্দোলনকারীরা দু’ভাগে বিভক্ত হয়ে একাংশ বিশেষ ট্রেনে এবং অন্যাংশ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, যে ট্রেন বরাদ্দ দেয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল।
তিনি আরও বলেন, সবাইকে বুঝিয়ে পরে বিশেষ ট্রেনে তুলে দেওয়া হয়। কয়েকজন সেই ট্রেনে যেতে না চাইলে পরে তাদের সিল্কসিটি ট্রেনে তুলে দেওয়া হয়।
এরপর ৭টা ২০ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টা বিলম্বে ৮টা ১৩ মিনিটে এবং সিল্কসিটি ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৮টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এই বিশেষ ট্রেনটি রাজশাহী, পাবনা ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা রওয়ানা হওয়ার কথা।