আজ বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে ব্লকেডে ঢাবির দুই বিভাগ

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ণ
শাহবাগে ব্লকেডে ঢাবির দুই বিভাগ

Oplus_16908288

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) উদ্যোগে বিসিএস শিক্ষা ক্যাডারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সঙ্গে অন্য বিভাগ যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল শনিবার রাত পৌনে ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে এবং ভিসি চত্বর থেকে মিছিল বের করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, পিএসসির কাছে দেওয়া একটি প্রস্তাবে সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগ রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে মার্জ করার সুপারিশ করেছে, যা বিভাগের শতবর্ষের ঐতিহ্য, স্বতন্ত্র মর্যাদা ও পেশাগত পরিসরে সরাসরি হস্তক্ষেপ।
বক্তারা বলেন, রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যসূচি, গবেষণা ক্ষেত্র ও অ্যাকাডেমিক কাঠামো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অন্য বিভাগের সঙ্গে মার্জ হলে শিক্ষা ক্যাডারে প্রতিযোগিতার পরিবেশ ও যোগ্যতার মান ক্ষতিগ্রস্ত হবে।
 তারা দাবি জানান, প্রত্যেক বিভাগকে নিজস্ব স্বতন্ত্র শিক্ষা ক্যাডার প্রদান করা হোক।
এ সময় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরাও একই অভিযোগ তুলে ধরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাহবাগ ব্লকেড কর্মসূচিতে সংহতি জানানোর ঘোষণা দেন।