আজ বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আত্মীয়-স্বজনের সাথে কুলাউড়ার নিজ গ্ৰামে ঈদুল আদ্বহা উদযাপন করলেন আমীরে জামায়াত

editor
প্রকাশিত জুন ৭, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
আত্মীয়-স্বজনের সাথে কুলাউড়ার নিজ গ্ৰামে ঈদুল আদ্বহা উদযাপন করলেন আমীরে জামায়াত

Sharing is caring!

Manual8 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আত্মীয়-স্বজনের সাথে নিজ গ্রাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ তুলাপুরে ঈদুল আদ্বহা উদযাপন করেছেন।
শনিবার (৭ জুন) কুলাউড়া উপজেলার‌ ভাটেরা ইউনিয়নের শৈশবের বহু স্মৃতি বিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও  ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করেন আমীরে জামায়াত। পরে আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী সহ এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের নামাজপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, ঈদুল আদ্বহা ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এই মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক অন্যায়, জুলুম ও দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের চলমান সংকট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শের পথে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি কোরআন ও হাদিসের আলোকে হযরত ইব্রাহীম (আ:) এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। পরপর তিন বার মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।
এসময় জামায়াত সিলেট মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual2 Ad Code