আজ বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: ডা. তাহের

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০১:৫০ অপরাহ্ণ
জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি: ডা. তাহের

Oplus_16908288

Sharing is caring!

ডেস্ক রিপোর্টঃ
জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেছেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসে জুলাই ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমি মনে করি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি।
তিনি বলেন, আমরা এটাকে সংবিধানে প্রিয়াম্বেলে চেয়েছিলাম, সেটা হয়নি। এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে? সেটা স্পষ্ট করা হয়নি।
ডা. তাহের আরও বলেন, ‘উনারা যেটা বললেন- আগামী সরকার বাস্তবায়ন করবে। তাহলে বুঝা গেল, এই সরকার কিছু করবে না।
অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, তাতে আমরা হতাশ।