জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এটা যে হয়েছে সেটাকে অভিনন্দন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন, তখন তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাশে ছিলেন।
এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তার আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। পরে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
জুলাই ঘোষণাপত্র পাঠের সময় বৃষ্টি হচ্ছিল। ডায়াসে দাঁড়িয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বললেন, আমাদের জন্য রহমত বর্ষিত হচ্ছে, আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করবো…. এরপর তিনি ঘোষণাপত্র পাঠ করা শুরু করেন।