Sharing is caring!

সদরুল আইন:
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেভাবে সময়সূচি দিয়েছেন, সে অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসি। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথে নানা চ্যালেঞ্জ থাকবে, তবে কমিশন সেসব মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নেবে।
তিনি আরও যোগ করেন, নির্বাচনের দিন পর্যন্ত আমাদের পরিকল্পনা ও কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা আসবে না।