Sharing is caring!

অনলাইন ডেস্ক:
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন এক রিকশাচালক। একটি ফুলের তোড়া নিয়ে রিকশা চালিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে আসেন তিনি। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এসে বাধার মুখে পড়েন আজিজুর রহমান নামের এই রিকশাচালক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
গণমাধ্যমে আজিজুর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।’
আজিজুর রহমানের আনা ফুলের তোড়ায় লেখা ছিল, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।
তিনি জানান, তার বাড়ি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে। তার পিতার নাম আতিয়ার রহমান।
তথ্য সুএঃ কালেরকন্ঠ