বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন এবং দলটিকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে।
তবে তিনি নিশ্চিত করেছেন, “ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই হবে।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জাতীয় পার্টি ও গণঅধিকার মধ্যে সংঘর্ষ এবং নূরের ওপর হামলা চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যারা ষড়যন্ত্র করছে, তাদের “বেশি বাড়া ঠিক হবে না, নাহলে সামনে বিপদ আছে।”
শেখ পরিবারের উপর সমালোচনা জানিয়ে তিনি বলেন, লুটপাট শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছিল; কিন্তু তার দুই মেয়ের শাসনের সময়ে তা আরও বেশি হয়েছে।
তিনি ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে আশা প্রকাশ করেন, ড. ইউনূস বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনবেন।