আজ বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পাওয়ার প্লেতে ঝড় তুলল তামিম-সাইফ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:২৩ অপরাহ্ণ
পাওয়ার প্লেতে ঝড় তুলল তামিম-সাইফ

Sharing is caring!

ক্রীড়া ডেস্ক:

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একটু স্লো ছিল বাংলাদেশের নতুন ওপেনিং জুটি তামিম-সাইফের। এরপরই ঝড় তুলেন তারা। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে বাংলাদেশ।

তামিম ১২ বলে ৩২ এবং সাইফ ২৪ বলে ২৬ রান করেন। তামিম ৪টি চার আর ২ ছক্কায় এই রান করেন। অন্যদিকে ২ চার আর ১টি ছক্কা হাকান সাইফ।

 

নবম দল হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ২৭৪টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছে পাকিস্তান।

বাংলাদেশ তাদের শততম টি-টোয়েন্টি খেলেছিল ২০২১ সালের জুলাইয়ে। প্রথম ১০০ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশের লেগেছিল প্রায় ১৫ বছর। শততম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে ‘সেঞ্চুরি’র মাইলফলক ছোঁয়ার ম্যাচটি বাংলাদেশ জেতে ৮ উইকেটে। হারারাতে সেদিন ৫০ রান করে ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সৌম্য সরকার।

সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এই ম্যাচে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিকে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

দলে রয়েছে ৪ পরিবর্তন। শ্রীলঙ্কা ম্যাচে খেলা পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মেহেদী হাসানের পরিবর্তে একাদশে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। ব্যাটিং শক্তি বাড়িয়ে মাঠে নামছে টাইগাররা।