আজ মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘায় প্রাইজ মানি শর্ট পিস ক্রিকেট টুর্নামেণ্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ 

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ০৬:৩০ অপরাহ্ণ
বাঘায় প্রাইজ মানি শর্ট পিস ক্রিকেট টুর্নামেণ্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ 

Sharing is caring!

দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় প্রাইজমানি শর্ট পিস ক্রিকেট টুর্নামেণ্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বানিয়া পাড়া জুনিয়র স্পোর্টিং ক্লাবের আয়োজনে স্থানীয় ঈদগাহ মাঠে এ খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। মোট ১৬টি দল খেলায় অংশ গ্রহন করেন।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় আমোদপুর ক্রিকেট লাভার বমাম বানিয়া পাড়া জুনিয়র স্পোটিং ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায়-৩ উইকেটে বিজয় লাভ করেন আমোদপুর ক্রিকেট লাভার।
সাংবাদিক ও শিক্ষক মোহাঃ আসলাম আলী এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী মঞ্চে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন ( নুহু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: ইউনুছ আলী, বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাও:আব্দুল লতিফ,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাঘা উপজেলা শাখা সাধারণ সম্পাদক রেজাউল করিম,বাঘা উপজেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সাবেক মহসিন আলীসহ বিভিন্ন এলাকার ক্রিয়ামোদি হাজারো দর্শক।
 অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন (নুহু) দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমি এই মাঠে এসে মানুষের মাঝে প্রাণের উচ্ছাস লক্ষ করছি। আমি মনে করি বর্তমান যুবসমাজ মাদক ছেড়ে খেলার মাঠে ফিরে আসবে এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। ক্রিড়াই শক্তি-ক্রিড়াই বল,মাদক ছেড়ে মাঠে চল।  প্রতিপাদ্য এ বিষয় নিয়ে তিনি আরো বলেন, পৌরসভার বানিয়া পাড়া তরুণ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা, অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি ও প্রাইজ মানি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটিকে বাঘা উপজেলা জামায়াতের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানায়।
খেলাটি পরিচালনা করেন মোঃ আশিকুর রহমান ও মজনুর রহমান। এ ছাড়া সহকারি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন রনি আহমেদ।
খেলাটির ধারা বিবরণী উপস্থাপন করেন আব্দুর রব নাদিম । সার্বিক পরিচালনায় ছিলেন,সানজিদ বিন আসলাম।