আজ শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দুইদিনব্যাপী চড়ক পুজা অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ১৬, ২০২৫, ০২:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে দুইদিনব্যাপী চড়ক পুজা অনুষ্ঠিত

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ সৈয়ারপুর স্মশানঘাট সংলগ্ন মাঠে দুইদিনব্যাপী চড়ক পুজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১ঘটিকায় সৈয়ারপুর স্মশানঘাট সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসী সনাতনী ধর্মাবলম্বীদের উদ্যোগে চড়ক পুজা ও হরগৌরী পুজা শুরু হয়। সন্যাসিদের নৃত্যের মধ্য দিয়ে পুজোর মুল আকর্ষণ ধর্মীয় রীতি অনুযায়ী চড়ক গাছে বরশি বেধে ঘুরানো হয়। আগের দিন বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টায় যথাযথ নিয়মানুযায়ী কালী পুজা ও কালীকাছ অনুষ্ঠিত হয়।
চড়ক পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর স্বাগত কিশের দাশ চৌধুরী।
চড়ক পুজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অনিক সরকার ও আদিত্য পাল আদির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্যামলী সুত্রধর, জ্যোতিময় চক্রবর্তী লিটন, কানু দাশ, নেপাল পাল, নৃপেন্দ্র পাল।
এসময় ফরেস্টার চাম্পা লাল বৈদ্য, প্রভাষক পংকজ দেব, ডাক বিভাগের মৌলভীবাজারের পরিদর্শক বিশ্বজিৎ দেব, ব্যবসায়ী মদন দাশ, চক্ষু হাসপাতালের ডাঃ বাবুল চন্দ্র বিশ্বাস, ডাঃ হিমাচল দত্ত, বাউলশিল্পী বিনয় কান্তি দেবনাথ, বাবুল দেব, দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক সহ পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার সনাতনী লোকজন উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকতার শুরুতে চড়ক পুজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ প্রয়াত অজিত দেবের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দের আগমন এবং অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানমালা সনাতনী মিলনমেলায় রূপ নেয়।