আজ বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগ ফিরে আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্যঃ জলঢাকার পথসভায় সারজিস

editor
প্রকাশিত মে ২৬, ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ণ
আওয়ামীলীগ ফিরে আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্যঃ জলঢাকার পথসভায় সারজিস

Sharing is caring!

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি:

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার কোন সুযোগ নেই। তারা একটা কারণে আসবে, সেটা বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য।
সোমবার (২৬মে) বিকেলে নীলফামারী জেলার ছয়টি উপজেলা সফরের অংশ হিসেবে জলঢাকা উপজেলার স্হানীয় জিরো পয়েন্ট মোড়ে বিচার,সংস্কার,ও জুলাই ঘোষণা পত্রের দাবীতে জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় এসব মন্তব্য করেন সারজিস।
তিনি বলেন, ‘খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের ওপর মায়ের বুক খালি করেছে। ওই খুনির বিচার বাংলাদেশে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। আমরা এই বাংলাদেশে ওই খুনির বিচার দেখতে চাই। এই বাংলাদেশে যে আশাগুলো সামনে রেখে তরুণেরা রক্ত দিল, সেই সিস্টেমগুলোকে সংস্কার দেখতে চাই।’ তিনি আরও বলেন, আমরা সংসদে গেলে উন্নয়ন বঞ্চিত এই জলঢাকার কথা আমরা তুলে ধরবো।
সংগঠনের উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি”র মুখ্য সংগঠক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন সহ জলঢাকা উপজেলা নেতৃবৃন্দ।