চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, সোমবার (২৬ মে) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
সভার আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ না করলেও দলীয় নেতারা জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির চলমান আন্দোলন, দলীয় সাংগঠনিক অবস্থা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী ঘিরে কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া ভারতের সীমান্ত দিয়ে পুশ-ইন অব্যাহত, চট্টগ্রামে কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম জব্দের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিও সংবাদ সম্মেলনে উঠে আসতে পারে।