আজ বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে, অতিবৃষ্টি হলে বায়তুল মোকাররমে

editor
প্রকাশিত জুন ৬, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ
ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে, অতিবৃষ্টি হলে বায়তুল মোকাররমে

Oplus_16908288

Sharing is caring!

Manual8 Ad Code
সদরুল আইনঃ
আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
 তবে যদি আবহাওয়া দুর্যোগপূর্ণ হয় বা অতিবৃষ্টি দেখা যায়, তাহলে প্রধান জামাত  সকাল ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাত আয়োজনে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
ঈদের জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির অংশগ্রহণের মতো জায়গা প্রস্তুত রাখা হয়েছে। ভিআইপি শ্রেণির জন্য রয়েছে আলাদা ব্লক, যেখানে ২৫০ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। মুসল্লিদের জন্য থাকবে অজুর ব্যবস্থা, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন সুবিধা, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। নারীদের জন্য রয়েছে পৃথক নামাজের স্থান ও প্রবেশপথ।
শুক্রবার সকালে প্রধান জামাতস্থলের নিরাপত্তা ব্যবস্থা আরও পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুক্রবার সকালে ঈদগাহ মাঠের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবছর যেভাবে ভালোভাবে হয়, এবারও একইভাবে ঈদের নামাজ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে নিরাপত্তায় কাজ করছে। যারা জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন তাদের জায়নামাজও আনতে হবে না।
আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন বৃষ্টি না হয়, আর বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই। সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন। তারাও ছুটিতে যাননি সবার নিরাপত্তা দিতে।
ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, আবহাওয়া প্রতিকূল হলে বিকল্পভাবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
Manual1 Ad Code
Manual5 Ad Code