আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট

editor
প্রকাশিত জুন ২১, ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ণ
শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট

শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট

Sharing is caring!

Manual3 Ad Code
সদরুল আইনঃ
গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
শনিবার (২১ জুন) ভোররাত ৩টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিমে চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত মই দিয়ে দোতলার বারান্দায় ওঠে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
ডাকাতরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তোলে। পরে তার মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে।
এ সময় তার স্ত্রী গাইনি চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন এবং আলমারি ও ওয়ারড্রবের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
ডাকাতরা ওই বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করেছে।
তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।
Manual1 Ad Code
Manual6 Ad Code