আজ মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ধানক্ষেতে মিললো যুবকের গলাকাটা লাশ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ণ
ধানক্ষেতে মিললো যুবকের গলাকাটা লাশ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 70?

Sharing is caring!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে এ যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত লিটন পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে।
জানা যায়, স্থানীয়রা মসজিদের পাশে লিটন মিয়া (২৭) নামে এক যুবককের গলাকাটা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করেন। নিহত লিটনের সাথে এলাকার অনেক মানুষের সমস্যা আছে। তবে সোমবার রাতে তাকে এভাবে হত্যা করা ঠিক হয়নি।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন বলেন, ‘ঘটনাটি শুনে সরেজমিনে গিয়ে দেখে এসেছি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আশাকরি প্রকৃত ঘটনা উদঘাটন হবে।’
কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয় জানা যায়নি। নিহতের পরিবার থানায় এখনও কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’