আজ রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের রেল উন্নয়নে বঞ্চনার প্রতিবাদে শ্রীমঙ্গলে রেলপথ অবরোধ কর্মসূচি 

editor
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ০৬:৩২ অপরাহ্ণ
সিলেটের রেল উন্নয়নে বঞ্চনার প্রতিবাদে শ্রীমঙ্গলে রেলপথ অবরোধ কর্মসূচি 

Sharing is caring!

Manual5 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
সিলেট বিভাগের রেল উন্নয়নে দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে শনিবার (১ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পারাবত এক্সপ্রেস ট্রেন অবরোধ করে আন্দোলনকারীরা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
“৮ দফা দাবি বাস্তবায়ন পরিষদ, শ্রীমঙ্গল”-এর আয়োজনে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। বৃহত্তর সিলেটবাসীর বিভিন্ন সংগঠনের উদ্যোগে সিলেট থেকে কমলাপুর পর্যন্ত একযোগে রেলস্টেশনগুলোতেও একই কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীরা জানান, সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালু, আখাউড়া–সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজে রূপান্তর, বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু এবং নতুন ইঞ্জিন সংযোজনসহ আট দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকেই সিলেট বিভাগ উন্নয়ন বৈষম্যের শিকার। রেলপথ থেকে সড়ক—সবখানেই উন্নয়ন কার্যক্রম থেমে আছে। তারা প্রশ্ন তোলেন, তিন দশক ধরে সিলেটের রেলপথ ও সড়ক-মহাসড়কের উন্নয়ন থামিয়ে রাখা হয়েছে কেন? অন্য অঞ্চলে একের পর এক বিশ্ববিদ্যালয় ও কারিগরি কলেজ স্থাপিত হলেও সিলেটে সেই উদ্যোগ কেন নেই?
আন্দোলনকারীরা আরও বলেন, সিলেটের চা শিল্প আজ ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। একসময় দেশের একমাত্র আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রটি এখন আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ হয়ে গেছে। অথচ সিলেটের চা শিল্পই দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তারা বলেন, “এ আন্দোলন শুধু রেল উন্নয়নের নয়, এটি সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের লড়াই।” বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে সিলেট অঞ্চলের অর্থনীতি, পর্যটন ও শিল্পখাতের উন্নয়ন নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হোক।
Manual1 Ad Code
Manual8 Ad Code