আজ বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে সমন্বয়ককে কুপিয়েছে বিএনপি কর্মীরা

editor
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code

চাঁদপুর প্রতিনিধি 

Manual1 Ad Code

চাঁদপুরের হাইমচরে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিবকে (২৭) কুপিয়েছে বিএনপির কর্মীরা। মঙ্গলবার সকালে হাইমচর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার মিরাজ নামে একজনকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

 

এ সময় বিএনপির একাংশের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। হাবিবের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়।

 

Manual5 Ad Code

সমন্বয়ক আহসান হাবিব জানান, গত ৪ আগস্ট হাইমচর উপজেলায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় গত ১৭ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নাম এজাহারভুক্ত করে আমি মামলা দায়ের করি। সেই মামলা তুলে নিতে উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল মাস্টার আমাকে বারবার হুমকি দেয়। তার জের ধরে তার কর্মীরা আমার ওপর হামলা চালায়।

এ ব্যাপারে উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল মাস্টার বলেন, আওয়ামী লীগ আমার বিরুদ্ধে ২২টি মামলা করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারী আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে; সেখানে আমি কেন আওয়ামী লীগের পক্ষ নেব? প্রকৃত ঘটনা হচ্ছে সোমবার এই আহসান হাবিব হাইমচর কলেজের অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালাগাল করেছে। যে কারণে আজ সাধারণ শিক্ষার্থীরা তাকে ধাওয়া করেছে বলে জেনেছি। আহসান হাবিবের হুমকির ভিডিও ফুটেজ দেখলে সব পরিষ্কার হয়ে যাবে বলে তিনি দাবি করেন।

Manual4 Ad Code

হাইমচর থানার ওসি মো. মহিউদ্দিন সুমন জানান, আহসান হাবিবের ওপর হামলার ঘটনায় মিরাজ নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

Manual1 Ad Code
Manual6 Ad Code