আজ বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৬:২৯ অপরাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code

টাইমস নিউজ 

 

Manual5 Ad Code

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ এবং ড. তানিয়া হকও পদত্যাগ করেছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পর পদ থেকে সরে দাঁড়ালেন রাষ্ট্রীয় সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ পাঁচ সদস্য।

রাষ্ট্রপতি বরাবর দেওয়া পদত্যাগপত্রে চেয়ারম্যান উল্লেখ করেন, আপনার সদয় অবগতির জন্য বিনীতভাবে উল্লেখ করছি যে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশ্যে বৃহস্পতিবার, আমি আমার পদত্যাগপত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬(৪) ধারার বিধান মোতাবেক আপনার নিকট দাখিল করলাম। অনুগ্রহপূর্বক এ পদত্যাগপত্র গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি।

এর আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদমর্যাদাসহ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. কামাল উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার।

Manual3 Ad Code

কামাল উদ্দিন আহমেদ ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের অধ্যাপক ছিলেন তিনি।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code