আজ শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে জামায়াত

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ণ
বিএনপির বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে জামায়াত

Sharing is caring!

Manual2 Ad Code

টাইমস নিউজ 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মঙ্গলবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

রফিকুল ইসলাম বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী ‘জামায়াত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে’ বলে যে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দিয়েছেন, তা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই বক্তব্যে কোনো সত্যতা নেই, এবং এটি সম্পূর্ণভাবে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এ বক্তব্য বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য, জামায়াতে ইসলামীর নয়।’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৯১ সালে নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে বিএনপি অধ্যাপক গোলাম আযমকে নাগরিকত্ব ফিরিয়ে না দিয়ে, উল্টো তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে ১৬ মাস কারাগারে আটকে রেখেছিল। এছাড়া ১৯৮১ সালে জামায়াতে ইসলামী বিএনপির প্রেসিডেন্ট পদপ্রার্থী বিচারপতি আবদুস সাত্তারকে সমর্থন দিয়ে নির্বাচিত করেছিল কিন্তু তিনিও অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেননি। এসব ঘটনা দেশবাসী জানে। তাই রিজভী কোনো ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে পারবেন না।’

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

বিবৃতিতে রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিয়ে মিথ্যা মন্তব্য করা থেকে রিজভীকে বিরত থাকতে আমি আহ্বান জানাচ্ছি, যেন তিনি নিজের মান-সম্মান রক্ষা করতে পারেন।’

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code