আজ মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সড়কে ময়লা ফেলে যানবাহন আটকে দিলেন পরিচ্ছন্নতা কর্মীরা

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ০২:৪৬ অপরাহ্ণ
সড়কে ময়লা ফেলে যানবাহন আটকে দিলেন পরিচ্ছন্নতা কর্মীরা

Oplus_16908288

Sharing is caring!

Manual4 Ad Code
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর নতুনবাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে রাস্তার ওপরই ময়লা-আবর্জনা ফেলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
এর ফলে যান চলাচলের জায়গা সরু হয়ে যাওয়ায় সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই আন্দোলন শুরু করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।
এটই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বর্জ্যে ভরা ট্রাকগুলো সড়কের পাশে দাঁড় করানো রয়েছে, আর সেগুলোর পাশেই ছড়িয়ে আছে ময়লার স্তূপ।
বর্জ্য ব্যবস্থাপনার শার্ট বা ক্যাপ পরিহিত কর্মীরা নিজ নিজ ভ্যান উল্টে সড়কের ওপর ময়লা ফেলে দিচ্ছেন।
বর্জ্যের কারণে সড়কে কিছু স্থান প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে গাড়িগুলোকে ধীরে ধীরে পাশ কাটিয়ে যেতে হচ্ছে, আর এতে যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে।
এর আগে জুলাই মাসে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক অস্থিরতায় করপোরেশনের এক চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন পুড়ে যাওয়ায় বা ক্ষতিগ্রস্ত হওয়ায়, বাসাবাড়ির ময়লা সংগ্রহে অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারের কাজে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনঃব্যবহারযোগ্য করে কাজে লাগায় সিটি করপোরেশন।
Manual1 Ad Code
Manual5 Ad Code