আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কবিতার কবি

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual7 Ad Code

শাহ পারভীন আখতার

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

কবিতার মূখ বন্ধ করে রাখা যায়না।
কবিতা কোনো শাসন বারণ মানেনা।
কবিতা স্বাধীন কবিতা সশস্ত্র কবিতা নির্ভীক ।
কবিতা সব বাধা বিঘ্ন পেরিয়ে নিজস্ব ভাষায়
যা দেখে শোনে তাই বলে।
কবিতা হিংস্র হায়নাদের অত্যাচারে অশ্রু ঝরায়।
কবিতা হৃদয়ের ভাল লাগা ভালবাসা
আর্তনাদ আবর্জনা নিয়ে কথা বলে।
কবিতা যেমন রসে ভরা টইটুম্বুর
তেমন বেদনার নীল খামে মেঘের জমা
বিন্দু বিনদু কুয়াশা থেকে বৃষ্টি ঝরে।
কবিতায় সোনালী স্বপ্ন বসন্তের রঙ্গ ছড়ায়
কবিতা কোকিলের কূহু কূহু ডাকে ঘুমাতে দেয়না।
কবিতার স্বপ্ন যেমন অগ্নির মত জ্বলে
তেমন আকাশ সমান চাঁদ তারার বাসরে পৌছায়।
কবিতা যেমন নির্মল মনের কথা বলে
আবার পাহাড়ের মত কঠিন প্রতিরোধ গড়ে তোলে।
কবিতা উঁচ্চ কন্ঠে প্রতিবাদ জানায়।
কবিতা মনের অজানতে সুখের বেদনার
কখনো জলন্ত বিদ্রহের গান গায়।
কবি হয়ে যায় কবিতা কবিতা হয়ে যায় কবি।
মুছে যায়না কবির চোখে নানার রঙ্গের ছবি।
তাইত সে কবিতার কবি।

Manual7 Ad Code

১৫/১১/২০২৪

Manual1 Ad Code
Manual4 Ad Code