আজ বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা কেন্দ্রের উদ্বোধন

editor
প্রকাশিত মে ৩, ২০২৫, ০২:৫৮ অপরাহ্ণ
জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা কেন্দ্রের উদ্বোধন

Sharing is caring!

Manual1 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (৩ এপ্রিল) দুপুরে জুড়ী উপজেলার সানাবিল লাইব্রেরি এন্ড এডুকেশন সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

Manual4 Ad Code

সানাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টারের) সভাপতিত্বে এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডাঃ জামান, সানাবিল আই কেয়ারের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ বুরহান উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ফখর উদ্দিন পাঠান, শিক্ষক গৌছ উদ্দিন, উপজেলা চত্বর জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ প্রমুখ।

Manual7 Ad Code

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার এই চক্ষু সেবাকেন্দ্রে বিনামূল্যে চোখের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা সরবরাহ করা হবে। সুবিধাবঞ্চিত জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

Manual3 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো কাজ করতে হলে ইচ্ছা থাকাই যথেষ্ট। সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের প্রচুর টাকা আছে; কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত আগ্রহ নেই। যারা মানুষের কল্যাণে কাজ করেন তারা নিঃসন্দেহে মহৎ। সানাবিল ফাউন্ডেশন দেশবিদেশের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন তারা অবশ্যই মহৎ হৃদয়ের অধিকারী।

উল্লেখ্য, সানাবিল ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে বিভিন্ন দুর্যোগে মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা দিয়ে আসছে। এছাড়াও গরিব অসহায় মানুষদের ঘর নির্মাণ করে দিচ্ছেন, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ দিয়ে আসছেন, গরিব অসহায় মহিলাদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন দিয়ে আয় রোজগারের ব্যবস্থা করছেন, সালাবিল লাইব্রেরী-মসজিদ-মাদ্রাসা নির্মাণ প্রক্রিয়া দিন রয়েছে। সানাবিল ফাউন্ডেশন একের পর এক সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।

Manual1 Ad Code
Manual4 Ad Code