আজ সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলিং ফ্যানের রডে ঝুলছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

editor
প্রকাশিত মে ৮, ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ণ
সিলিং ফ্যানের রডে ঝুলছিল গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

Sharing is caring!

Manual8 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তাপুর ইউনিয়নের পুটান এলাকা থেকে তানজিলা (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলেয় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্বামী মুক্তাকিন (৩০) পলাতক রয়েছেন।
তানজিলা পুটান দক্ষিণ পাড়া গ্রামের আমজাদ আলীর মেয়ে এবং একই গ্রামের মুক্তাকিনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ গাজীপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে বাড়ির বারান্দার জানালা ও দরজা খোলা দেখে পাশের প্রতিবেশীরা ঘরের ভেতর উঁকি দিয়ে তানজিলাকে সিলিং ফ্যানের রডে ঝুলতে দেখেন। দোলনার প্লাস্টিকের রশি দিয়ে তার গলায় প্যাঁচানো ছিল। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহ নামিয়ে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক স্বামী মুক্তাকিনকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে পুলিশ।
Manual1 Ad Code
Manual6 Ad Code