Sharing is caring!

সিলেট ডেস্ক:
কেন্দ্র ঘোষিত দাওয়াত ও গণ সংযোগ মাস উপলক্ষে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন শাখার দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বাদ মাগরিব লালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন সভাপতি মুফতি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট-০৩ আসনের মাটি ও মানুষের আপনজন জননেতা আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন।
মজলিস লালাবাজার ইউনিয়ন সেক্রেটারি খালেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ডাঃ মাওলানা আব্দুল ওয়াহাব, গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন সভাপতি মুফতি আলীমুদ্দীন।
এসময় খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।