আজ রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিশ্ব কবিমঞ্চ এর সম্মেলন ও লেখক সংবর্ধনা অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ২৪, ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ণ
চট্টগ্রামে বিশ্ব কবিমঞ্চ এর সম্মেলন ও লেখক সংবর্ধনা অনুষ্ঠিত

Sharing is caring!

চট্টগ্রাম প্রতিনিধি:
বিশ্ব কবিমঞ্চ এর চট্টগ্রাম শাখার আয়োজনে কবি সম্মেলন, লেখক সংবর্ধনা ও যুক্তরাজ্য শাখার সভাপতি কবি আবুল কালাম আজাদ ছোটন সম্পাদিত একশত কবির লেখা ঋতু ও প্রকৃতি বিষয়ক কবিতা সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকাল ৫টায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের ২য় তলা এস রহমান হলে বিশ্ব কবিমঞ্চ চট্টগ্রাম শাখার আহ্বায়ক অধ্যাপক ডাঃ কল্যান কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।
কবি সন্মেলন, লেখক সংবর্ধনা ও যুক্তরাজ্য শাখার সভাপতি কবি আবুল কালাম আজাদ ছোটন সম্পাদিত একশত কবির লেখা ঋতু ও প্রকৃতি বিষয়ক কবিতা সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ব কবিমঞ্চের প্রতিষ্ঠাতা আহবায়ক কবি পুলক কান্তি ধর।
কেন্দ্রীয় কমিটির সদস্য রূপালী বড়ুয়ার উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন নাট্যকার ও কবি অধ্যাপক সনজীব বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন বিশ্ব কবিমঞ্চ টরেন্টো (কানাডা) শাখার সভাপতি কবি সৈয়দা রোখসানা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়া।
কবিতা আবৃত্তি ও পাঠে অংশগ্রহণ করেন ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, হৈমন্তী তালুকদার, সুপর্ণা লিপি বড়ুয়া, কৌশিক রেইন, সিমলা চৌধুরী, স্মরনিকা চৌধুরী, প্রতিমা দাশ, লিপি বড়ুয়া, তসলিম খাঁ, শবনম ফেরদৌসী, শাহীন ফেরদৌসী, সুমনা বড়ুয়া, প্রদ্যোত কুমার বড়ুয়া, নান্টু বড়ুয়া ও সুপ্রিয় কুমার বড়ুয়া।
এসময় কবি শুক্কুর চৌধুরী, লায়ন শওকত উল ইসলাম, অধ্যাপক রঞ্জন বড়ুয়া, প্রবন্ধকার ও কবি অমল বড়ুয়া, গল্পকার বিচিত্রা সেন, সাংবাদিক রেজি চৌধুরী, বর্নালী বড়ুয়া, স্বর্ণালী বড়ুয়া, পার্থ সারথী বড়ুয়া, সমীরন পাল, পিপলু বড়ুয়া, অদিতি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।