আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ইউএনও’র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণী

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ০৭:৪২ অপরাহ্ণ
পুঠিয়ায় ইউএনও’র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতারণী

Sharing is caring!

Manual3 Ad Code
মোহাম্মদ আলী, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
“তারুণ্যের যুক্তিতে আগামীর মুক্তি” এ শ্লেগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় অনুষ্ঠিত হলো মাধ্যমিক স্কুল পর্যায় আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ ফাইনাল ও পুরস্কার বিতারণী অনুষ্ঠান।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই সংসদ বিশ্বাস করে, একই ধরণের অপরাধের জন্য একজন শিক্ষিত ব্যক্তির সবসময় একজন অশিক্ষিত ব্যক্তির চাইতে অধিক শাস্তি পাওয়া উচিৎ এই বিষয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
উপজেলার অংশগ্রহণকারী ১২টি বিদ্যালয়কে পিছেনে ফেলে পচাঁ মাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনাল প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতায় পচাঁ মাড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় টিম পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয় টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
প্রতিযোগিতা পরিচালক মেহেদী হাসান বাবু ও ইয়াসির আরাফাত প্রিন্স, সভাপতিত্বে প্রধান অতিথি ও স্পিকারের দায়িত্ব পালন করেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম নূর হোসেন নির্ঝর। বিশেষ অতিথিদের উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান ও মাধ্যমিক সমালোচনামূলক প্রশিক্ষণ শিক্ষা তত্ত্বাবধায়ক আশরাফুল ইসলাম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ছাত্র জাকিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবু মুসা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র, আররাফি সিরাজি অন্তত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ছাত্র হৃদিকা আহসান শ্রেয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আসাদুজ্জামান সিয়াম প্রমখ।
Manual1 Ad Code
Manual4 Ad Code