আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত

editor
প্রকাশিত মে ৩০, ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
নাগরপুরে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত

Sharing is caring!


Manual6 Ad Code
এম এ মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (৩০ মে) সকালে দলীয় কার্যালয়ে শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহর্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাওলানা আতোয়ার রহমান। এ সময় নাগরপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Manual1 Ad Code
Manual3 Ad Code