আজ বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

editor
প্রকাশিত মে ৩১, ২০২৫, ০৪:২৯ অপরাহ্ণ
পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

Sharing is caring!


Manual6 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ঠ এক তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১মে) সকালে বিদ্যালয় প্রাঙনে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব, বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ড.মোঃ মহি উদ্দিন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম ও সিনিয়র সহকারি শিক্ষক মাওলানা গোলাম রসুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী আলী ইমাম, জেলা সমাজসেবা উপ-পরিচালক ফরিদুল আলম,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, উপজেলা প্রাক্তন স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ আবদুল কায়য়ুম, বিদ্যায়ের প্রতিষ্ঠাতা ডাঃ সাধন বিকাশ দাশ ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল হাসেম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ড.মহি উদ্দিন এ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী। স্কুলের এরকম কৃতি শিক্ষা একটি গুরুত্বপুর্ণ মন্ত্রনালয়ের আমলার দায়িত্ব পালন করছেন এটা সবার জন্য গৌরবের বিষয়। তিনি স্বপ্ন দেখেছেন বলে সচিব হয়েছেন।  তোমাদের কে স্বপ্ন দেখতে হবে একদিন এ স্কুল থেকে একজন মহি উদ্দিন স্যাররর মত সচিব হবে, একজন ভাল শিক্ষক হবে, একজন আমার মত জেলা প্রশাসক হবে, একজন শিক্ষা সচিব হবে, পরিচালক হবে,  একজন ইউএনও হবে, একজন সহকারি কমিশনার(ভূমি) হবে। প্রযুক্তি নির্ভর শিক্ষা তোমাদেরকে অর্জন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব ড.মোঃ মহি উদ্দিন বিদ্যালয়ের প্রতিষ্টাতালগ্ন থেকে যারা এ বিদ্যালয়ের জন্য শ্রম, মেধা জায়গা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিদ্যালয়ের একটি ঐতিহ্য,রয়েছে, এটি আমার স্মৃতি বিজড়িত স্কুল। আগামীতে এ বিদ্যালয় শিক্ষার মান আর ত্বরান্তিত হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের সুনামকে ধরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলাম,সূফি ফতেহ আলী ওয়াইসী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আকম হামিদুল হক,পদুয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেয়াকত আলী,সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,কাজি জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা ও প্রাক্তন শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সচিব ড.মোঃ মহি উদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা খানমসহ অন্যন্য অতিথিদেরকে সাথে নিয়ে পদুয়া ফরেস্ট রেঞ্জ এলাকা পরিদর্শন করেছেন। এসময় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া ও বনবিভাগের কর্মকর্তারা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান।
Manual1 Ad Code
Manual5 Ad Code