আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মুনিম ও সাধারণ সম্পাদক জাহিদ

editor
প্রকাশিত জুন ১, ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ণ
সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি মুনিম ও সাধারণ সম্পাদক জাহিদ

Sharing is caring!


Manual5 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
দীর্ঘ দুই যুগপর ৩১ মে (শনিবার) ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন যাবত সিলেটের সাধারণ ব্যবসায়ীরা আন্দোলন করে আসছেন নির্বাচনের দাবীতে। সে প্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন।
লালদিঘীপার, আমজাদ আলী রোড, কালিঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার ও ডাক বাংলা রোডসহ সাতটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের নিয়ে গঠিত সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৪জন ভোটার। নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মুনিম, তার প্রতিদ্বন্ধী বর্তমান সভাপতি মো. জিয়াউল হক পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ জাহিদ উদ্দিন পেয়েছেন ২৭ ভোট, তার প্রতিদ্বন্ধী বর্তমান সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন পেয়েছেন ১৭ ভোট।
ভোট শেষে কালীঘাটস্থ সমিতির কার্যালয় থেকে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ, নির্বাচনী বোর্ডের সদস্য আবুল কালাম, আব্দুল মঈন কয়ছর, ফালাহ উদ্দিন আলী আহমদ, নীলাঞ্জন দাস টুকু। এদিকে নির্বাচন পরিদর্শন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
Manual1 Ad Code
Manual7 Ad Code