আজ সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ৬ দিনে পাঁচ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

editor
প্রকাশিত জুন ১, ২০২৫, ০৪:১১ অপরাহ্ণ
সুনামগঞ্জে ৬ দিনে পাঁচ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Sharing is caring!


Manual7 Ad Code

মোঃ ওবায়দুল হক মিলন,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

Manual8 Ad Code

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্রিম এবং জিরা জব্দ করেছে।

জানা যায়, শনিবার (৩১ মে)  দিবাগত রাত সাড়ে ৩টায় (১ জুন) সুনামগঞ্জ সদরের হালুয়াঘাট এলাকায় সুরমা নদীতে বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

Manual6 Ad Code

অভিযানে মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১ হাজার ৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি, ৭ হাজার ২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি তিন লক্ষ ছয় হাজার টাকা।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং বিজিডিও—৩১৫ সহকারী পরিচালক ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম সহ ২০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

 

এ ব্যাপারে অধিনায়ক সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual6 Ad Code

বিজিবির তথ্যমতে গত ২৬ মে এক কোটি এগারো লক্ষ চৌষট্রি হাজার টাকা, গত ২৮ মে এক কোটি বায়ান্ন লক্ষ তেইশ হাজার একশত পঞ্চাশ টাকা এবং ১ জুন দুই কোটি তিন লক্ষ ছয় হাজার টাকার অবৈধ চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে পাঁচ কোটি তিন লক্ষ আটান্ন হাজার একশত চৌষট্টি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।

 

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code